ইউকে ওয়েলস কৃষকলীগের উদ্যোগে কার্ডিফে জাতীয় শোক দিবস পালিত

কাডিফ থেকে, নাজমুল হোসেন: বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরে যুক্তরাজ্য কৃষকলীগ ওয়েলস শাখার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত ১৫ই আগস্ট রাত ১২ঘটিকায় এক আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয। যুক্তরাজ্য কৃষকলীগ ওয়েলস শাখার আহবায়ক কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মাদ আনোয়ার এর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য কৃষকলীগ ওয়েলস শাখার সদস্য সচীব আব্দুল মোতালিব এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস্ মনসুর আহমদ ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল উদ্দিন সিবুল, ইউকে রাজনগর আওয়ামী পরিষদের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহ্জাহান খাঁন, ওয়েলস আওয়ামীলীগের ট্রেজারার আলহাজ্ব মোহাম্মদ লিলু মিয়া, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইভ ১৯৭১ ইউকে কাডিফের সভাপতি আলহাজ্ব আসাদ মিয়া। যুক্তরাজ্য তাতীলীগ ওয়েলস শাখার সদস্য সচীব জহির আলী আকতার, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস্ রিজিওনের চেয়ারপার্সন সাবেক যুবলীগনেতা মোহাম্মদ আসকর আলী. ওয়েলস যুবলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা রকিবুর রহমান, সেবুল আলী, সুমন আহমদ, কবীর আহমদ, আবদুল ওয়াহিদ, সাদীক আহমদ শাহজাহান আহমদ ও মনির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
সভার শুরুতেই জাতীয় শোক দিবসে নিহত সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন সহ দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য.ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার কমিউনিটি লিডার মকিস্ মনসুর আহমদ, প্রথমে ওয়েলস কৃষকলীগের নতুন কমিটিকে এই সভা আয়োজন করায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন ১৫ ই আগষট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্তে জঙ্গীমুক্ত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে.এবং দেশেবিদেশে বসবাসরত সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগীতা করার আহ্বান জানান।