খুলনায় ছাত্রলীগ কর্মী খুন
নিউজ ডেস্ক: সৈকত হাসান রোহান (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর পিটিআই মোড়ে।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে কুপিয়ে জখম করার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে ১২টার দিকে সেখানেই মারা যান তিনি।
খুলনা সদর থানার পরিদর্শক ফরিদ জানান, ‘পিটিআই মোড়ে রোহান অবস্থান করছিল। এ সময় এক দল দুর্বৃত্ত তার দুই হাত ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয় বলেও জানান চিকিৎসক।’
রোহান মহানগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং মজিদ মেটোরিয়াল সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরিদর্শক ফরিদ আরও জানান, রোহানের বিরুদ্ধে সদর থানায় ৭/৮টি মামলা রয়েছে। ঘটনার পর পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে কয়েকটি অভিযান চালিয়েছে।