গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার রসুলপুর দনিয়া যাত্রাবাড়ী এলাকার মৃত সফিকের ছেলে মো. সেন্টু (৪২) ও মাদারীপুরের শিবচর থানার ধাপেরহাট এলাকার মৃত তাহের মিয়ার ছেলে মো. ফরিদ (২৭)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রশিদের নেতৃত্ত্বে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের উত্তর ভবানীপুর মসজিদের পাশের রাস্তায় অভিযান চালায়। এ সময় কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ম-২৯২১) করে ফেনসিডিল পাচারের সময় সেন্টু ও ফরিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কার্ভাড ভ্যানের ভেতর গোপন কুঠরি বানিয়ে ফেনসিডিলগুলো পাচার করা হচ্ছিল। বিকেলে এ ঘটনায় মামলা রজু করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাাঠান হয়েছে।