শাল্লা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

নিউজ ডেস্ক: শাল্লা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ঠা সেপ্টেম্বর শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের সভাপতিত্বে, শাহীদ মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাংলা মোহাম্মদ খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার এডিসি রিভিনিউ মোঃ লুৎফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তৃতাকালে “বাল্য বিবাহকে না বলি, সুষ্ঠ সমাজ গড়ে তুলি” এ প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে বাল্য বিয়ে সমাজের একটি অভিশাপ উল্লেখ করে উপস্থিত সকলকে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান রেখে শাল্লা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করেন। সেই সাথে সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।
সভায় বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, অত্র পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট অবনী মোহন দাস, শাল্লা উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ছাত্র/ছাত্রীবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এতে অন্যান্যদের মাঝে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।