৭ ঘন্টা পর দিনাজপুর-পার্বতীপুর রেল চলাচল স্বাভাবিক
নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে ডুয়েল গেজ রেলপথ সংস্কার প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের গ্যাংকার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে গ্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দিনাজপুরের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ যায়। ৭ ঘন্টা পর দিনাজপুর পার্বতীপুর রেল চলাচল স্বাভাবিক হয়।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সৈয়দপুর হতে উদ্ধারকারী দল এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৭ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে উদ্ধার কাজ সমাপ্ত হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় পার্বতীপুর-পঞ্চগড় ডুয়েল গজ রেলপথ সংস্কার প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পাথরবাহী গ্যাংকার মন্মথপুর রেল স্টেশন হতে চিরিরবন্দর রেল স্টেশনের আউট সিগন্যালের অদূরে ১৪নং ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা রেললাইন পরিবহনের ডিপট্রলির মুখোমুখি সংর্ঘর্ষ হলে গ্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ড্রাইভার জাহাঙ্গীরসহ ৩ জন শ্রমিক আহত হয়।