গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী আরিফুর রহমান এ দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই বিশ্বাস (৪২), লিঠু মিয়া (৩০) ও একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের গয়াছ মিয়া (৩৫)।
জগন্নাথপুর থানার উপপরির্দশক আব্দুস সালামের নের্তৃত্বে একদল পুলিশ সোমবার রাত সাড়ে ৯টায় তাদেরকে জুয়া খেলার অপরাধে রানীনগর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান বলেন, জুয়া খেলার প্রস্তুতিকালে পুলিশ তিনজনকে আটক করে। পুলিশের তথ্য ও আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একশত টাকা জরিমানা করা হয়েছে।