বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন বিভাগ জানায়, ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের এই লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জ সদর ও সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জসহ সুন্দরবন সন্নিহিত লোকালয়ের ট্যুরিষ্ট স্পটগুলোতে ইকোট্যুরিষ্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। এ কারণে এবার সুন্দরবন বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে ইউএসএআইডি’র অর্থায়নে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি নির্ভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।