মৌলভীবাজারে ‘সেরা সাঁতারুর খুঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩ অক্টোবর, ২০১৬ ৮:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৭১৯ বার পঠিত

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ৬৪তম জেলা হিসেবে ২ অক্টোবর রোববার বেলা ১১টায় মৌলভীবাজার পৌরসভার পুকুরে অনুষ্ঠিত হলো ‘সেরা সাঁতারুর খুঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে ১১৩ জন ছেলে ও ৪ জন মেয়ে সাঁতারু অংশ নেয়। এদের মধ্যে ২১ জনকে মনোনীত করা হয়।
এর মধ্যে ১৮ জন ছেলে ও ৩ জন মেয়েকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রতিযোগিতার টিম লিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান, ডিএসএ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ অতিথিরা উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।