শনিবার দুপুর ১টায় স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার।
ড. রেজাউল সাত্তারের তত্ত্বাবধানেই চিকিৎসাধীন খাদিজা।
খাদিজার শারীরিক অবস্থা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি জানান, নার্গিসের অবস্থা কিছুট উন্নতি হয়েছে। গতকাল তিনি ডান হাত ও ডান পা নাড়িয়েছেন। তিনি চোখ খুলেছেন।
একই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেন তিনি।