গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় এই হাসপাতালেই তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, শনিবার রাতে পুলিশ অজ্ঞাতনামা ৯ জনের লাশ নিয়ে আসে। পরে রবিবার সন্ধ্যায় ওই মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করে লাশগুলো সংরক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে গাজীপুর জেলার হারিনালের লেবুবাগানে র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। পরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট পাতারটেকের আরেকটি বাড়িতে অভিযান চালালে নব্য জেএমবির প্রধান আকাশসহ ৭ জন নিহত হয়েছে।