ঐতিহাসিক আশুরা উদযাপন উপলক্ষে বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্ জালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে ১১ই অক্টোবর সোমবার এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ওয়াজ করেন মসজিদের খতীবও ঈমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আলহাজ্ব বদরুল হক। মিলাদ পড়ান শাহ্ মোহাম্মাদ তসলীম আলী.। সাবিক সহযোগীতার জন্য উপস্থিত মুসল্লিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন শাহ্ জালাল মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারি মকিস মনসুর আহম.।
সিন্নীর আয়োজনে ছিলেন মসজিদ কমিটির সদস্য শেখ মোহাম্মাদ আনোয়ার।
ঐতিহাসিক আশুরা উদযাপনে সহযোগীতায় ছিলেন শাহ্ জালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ আলী আকবর. জেনারেল সেক্রেটারি মকিস মনসুর আহমদ, ট্রেজারার হারুনুর রহমান, ভাইস চেয়ারম্যান বকশী হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি জুবায়ের আহমদ চৌধুরী, শেখ মোহাম্মাদ আনোয়ার, শাহ্ গোলাম কিবরিয়া, মতিউর রহমান, ময়না মিয়া, সৈয়দ রিপন আহমদ প্রমুখ কমিউনিটি নেতৃবৃন্দ।