রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকর্তাসহ যাবতীয় কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কিশোরগঞ্জ জেলার মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাসসহ বিভিন্ন পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।
সেনাবাহিনী প্রধান জানান, সেনানিবাস স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
আবদুল হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি যথাসময়ে উন্নয়ন কার্যক্রমগুলো শেষ করতে সেনাপ্রধানকে নির্দেশ দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।