বৃহস্পতিবার রাত ১২টার পর কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ১০ সদস্যের একটি কমিটি অনুমোদন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জেলা কমিটিতে জানানো হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরানকে সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সদস্য শাহ রাজিব আহমেদ রিংগনকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নয়া কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও জিল্লুর রহমান জিল্লুরকে সিনিয়র সহ-সভাপতি, আরিফে রাব্বানী টিটুকে সহ-সভাপতি, মুখলিছুর রহমান ফয়সলকে সহসভাপতি, হোসাইন মোঃ রফিককে সহ-সভাপতি, মিজানুর রহমান মিজানকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, হাফিজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিবুর রহমান শাওনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।