কুলাউড়ায় রাস্তার ইট তুলে নিয়ে নিজ বাড়ির কাজে লাগালেন ইউপি সদস্য
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের এক মেম্বার রাস্তার ইট তুলে নিয়েছেন। পরে খবর পেয়ে ১৭ অক্টোবর সোমবার কুলাউড়ার সহকারি প্রকৌশলী আব্দুর রাকিব রাস্তা থেকে তোলা ইটগুলো আটক করে স্থানীয়দের জিম্মায় রাখেন।
জানা যায়, হাজিপুর ইউনিয়নের পাবই-রজনপুর গ্রামের রাস্তায় ৩-৪ বছর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ৫শ ফুট রাস্তা ইটসোলিং করা হয়। গত ১৫ দিন থেকে ৭নং ওয়ার্ডের মেম্বার তাহির আলী রাস্তার ইটগুলো তুলে নিজ বাড়িতে নেয়া শুরু করেন। বিষয়টি স্থানীয় পাবই গ্রামের মানুষের নজরে তারা বাঁধা দেন। কিন্তু তাহির আলী মেম্বার নিজেকে স্থানীয় এমপি আব্দুল মতিনের সাথে ঘনিষ্টতার দাপটে ইটগুলো তুলে নেয়া অব্যাহত রাখেন।
পাবই গ্রামের কামরুল মিয়া, আব্দুল কুদ্দুছ, রিতা বেগম ও আব্দুল আলিম ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার কমপক্ষে অর্ধেক অর্থাৎ ২ শতাধিক ফুটের বেশি জায়গার ইট তুলে নিয়েছেন তাহির আলী মেম্বার। ইটগুলো তুলে নিয়ে তিনি নিজ বাড়িতে কংক্রিট বানিয়েছেন।
এদিকে সোমবার সকালে কুলাউড়া উপজেলা সহকারি প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে ইট তুলে নেয়ার সত্যতা পান। পরে তিনি ইটগুলো স্থানীয়দের জিম্মায় রেখে আসেন।
অভিযুক্ত ইউপি সদস্য তাহির আলীর সাথে মোবাইল ফোনে ইট তোলার ব্যাপারে জানতে চাইলে, তিনি বিয়য়টি নিয়ে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর সাথে কথা বলার জন্য বলেন।
হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, ঘটনাস্থলে ছিলেন সহকারি প্রকৌশলী আব্দুর রাকিব। তিনিও সহকারি প্রকৌশলীর সাথে কথা বলার জন্য বলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারি প্রকৌশলী আব্দুর রাকিব জানান, আমি ইটগুলো আটক করে স্থানীয়দের জিম্মায় রেখেছি।