কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জরিফ মিয়া।
রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ এনামুল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার সিংহ, রিপোর্টার্স ইউনিটির সদস্য হোসেন জুবায়ের, যুবলীগ নেতা নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।