বরের শ্বশুর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গাজিনগর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা ১১টায় অভিযুক্ত প্রেমিক শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুনামগঞ্জের হাসানাবাদ গ্রামের মানিক মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী সোহেল মিয়া (২৬) সম্প্রতি বিয়ের প্রস্তুতি নিয়ে দেশে ফিরেন। শুক্রবার ঘটা করে বিয়ে করেন পার্শ্ববর্তী পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামে।
পারিবারিক আয়োজনে ধুমধামে এ বিয়ে সম্পন্ন হয়। নববধু নিয়ে ফিরতি (ফিরাযাত্রা) যাত্রায় রোববার শ্বশুরবাড়ি যান সোহেল।
সন্ধ্যায় রামদা হাতে নিয়ে জহুরার বাড়িতে আকস্মিক হাজির হয় তার পূর্বপ্রেমিক পাথারিয়া গ্রামের মৃত আছকর আলীর ছেলে শাহীন (৩০)।
সে তার প্রেমিকা ও তার পরিবারের লোকজনের সামনেই বর সোহেলকে রামদা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় সোহেলকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতেই তার মৃত্যু ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশ দাফনের পর রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।