২১ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী ফোরামের উপদেষ্টা রাজতান্ত্রিক সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক পুন্যব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরপদার, অধ্যাপক মঞ্জুশ্রী রায়, অধ্যাপক রনজিত সিংহ, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত সিংহ, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক প্রভাত সিংহ, প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সমরজিৎ সিংহ। শিক্ষক সাজ্জাদুল হক স্বপন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, শাহীন আহমেদ, ইউপি সদস্য রুপেন সিংহ প্রমুখ।