জগন্নাথপুরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর, ২০১৬ ৯:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪৭ বার পঠিত

সুনামগঞ্জহ জেলার জগন্নাথপুরে ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রাম এলাকা থেকে ব্রীজে ভারতীয় মদ অফিসার্স চয়েস নামের ৪ বোতল অবৈধ মদ কেনা-বেচা কালে জগন্নাথপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ও সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ জামাল তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত যুবকেরা হলেন, উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র জুসেব মিয়া(২৫) ও আব্দুল আহাদের পুত্র সুজেল মিয়া (২২)। জগন্নাথপুর থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ জামাল বাদী হয়ে মাদক আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।