স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রাধাপুর গ্রামের কাজল মিয়ার বাড়ীর বৈদুতিক মিটার থেকে রাধাপুর গ্রামের সায়াদ মিয়া তার একটি ফার্মে বিদ্যুত সংযোগ নেয়। সম্প্রতি উক্ত মিটারের মোটা অংকের বকেয়া বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুতের লোকজন মিটার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সোমবার দুপুরে কাজল মিয়া বকেয়া বিল চাইতে সায়াদ মিয়ার বাড়ীতে গেলে দুজনের মধ্যে এ নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হন।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ী এসআই ধর্মজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।