মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
“বন্ধ হলে দূনীতি উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০১৮ উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগীতায় র্যালী, মানববন্ধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
(০৯ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমানের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হদা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা দুণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বীয়া। বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুহিব বেগম নুরজাহান সুয়ারা,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী প্রমুখ। জেলার অন্যাানন্য উপজেলায় অনুরোপ র্কমসুচি পালিত হয়।