ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ কার্যক্রমে চা শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের নন্দ রানী চা বাগানে ভোজ্যতেলে ভিটামিন ‘এ” সমৃদ্ধকরণ কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চা শ্রমিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গেইন এর অর্থায়নে ও শিল্পমন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।
শনিবার দুপুরে নন্দরানী চা বাগানের দূর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্বে করেন শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রকল্প পরিচালক ড. মো. আল আমিন সরকার। বিশেষ অতিথি ছিলেন নন্দরানী ও এম আর খান চা বাগানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, হোসনাবাদ টি কো. এর মালিক আব্দুল কাইয়ুম, বিসিক মৌলভীবাজার এর কর্মকর্তা মাহবুবুর রহমান ও গেইন এর প্রোগ্রাম অফিসার অতনু চন্দ্র প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন- দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিরাজমান একটি বড় সমস্যা হলো ব্যাপক মাত্রায় পুষ্টি ঘাটতি। বিশেষ করে দেশের যে অংশটি এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের মধ্যেই ব্যাপক হারে পুষ্ঠিহীনতা রয়েছে। বর্তমান সরকার এই বিষয়টি সমাধানে গুরুত্বসহকারে কাজ করছে।
কর্মশালায় নন্দরানী এম আর খান চা বাগানের প্রায় ৪শত চা শ্রমিক অংশগ্রহন করেন।