স্টাফ রিপোর্টারঃ
শেরপুরের বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈলন পুর ইউনিয়ন এর কিত্তে জালাল পুর গ্রাম ১ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে ।
আয়োজনে কিত্তে জালালপুর যুব সমাজ। প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া । বিশেষ অতিথি থাকবেন ১নং পূর্বপৈলনপুর চেয়ারম্যান এম এ মতিন।
টুনামেন্টের মোট ৮ টিম খেলা কিত্তে জালারপুর পুব উত্তর মাটে হবে । শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে সুবুজকুড়ি ত্রিুকেট ক্লাব বনাম জয় ত্রিুকেট ক্লাব। ১ ফেব্রুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পযন্তু খেলা হবে।
লিটন আহমদ জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ত্রিুড়া ক্ষেত্রে নিজ উদ্দেশৌ গুরুত্বপূর্ণ ভ’মিকাসহ নানাবিধ সামজিক উন্নয়নে অংশগ্রহন করাসহ অব্যাহত রাখার জন্য।