আয়মান সাদিকের মাস্টার ক্লাস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
গেটওয়ে বাংলাদেশ ও রবি টেন মিনিট স্কুলের আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে আয়মান সাদিক মাস্টার ক্লাস।
রবিবার সকালে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে ও দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ এই ক্লাস শুরু হয়।
উভয় প্রতিষ্ঠানের প্রায় ২ ঘন্টা ব্যাপি প্রেরণা মুলক বক্তব্য দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। সরকারী কলেজের জিয়া অডিটোরিয়াম এসময় কানা কানায় পূর্ণ হয়।
ক্লাসগুলোতে একজন আদর্শ শিক্ষার্থী কীভাবে নিজের জীবণ সহজভাবে পরিচালনা করতে পারে এবং কীভাবে প্রস্তুত হবেন সে ব্যাপারে বিভিন্ন কৌশল এবং টিপস তুলে ধরেন আয়মান সাদিক।
সরকারী কলেজের ক্লাসে মাহমুদা ইতির পরিচালনায় এসময় আরোও বক্তব্য দেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকের আহমদ অপু ও জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধূরী আমিন।
টেন মিনিট স্কুল হচ্ছে একটি শিক্ষাম‚লক সংগঠন যা শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য এমন একটি স্থান তৈরী করা, যেখান থেকে মানুষ চাইলে শিক্ষিত হয়ে উঠবে। ইউটিউব এবং ফেসবুকে সংক্ষিপ্ত লেকচার ভিডিও তৈরী করে টেন মিনিট স্কুল।