বিএনপি তৃণমূলকে শক্তিশালী করে স্বৈরাচারী পতন করবেঃ জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “জনগণের মধ্যে বিএনপির জনপ্রিয়তা ১শত গুণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা ৯১ সালেও ছিল না। মানুষের আস্তা অর্জন করতে পেরেছে বিএনপি। নির্বাচনের পর সংকট অনেকটা কাটিয়ে উঠেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি তৃণমূলকে শক্তিশালী করে স্বৈরাচারী পতন করবে”।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবণ।
এসময় অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে আইনি মামলা নয় প্রতিহিংসার মামলা কারাগারে বন্দি কার হয়েছে। মানুষ এখন আর ভোট দিতে চায় না। এখন আগের দিন সন্ধ্যা থেকেই নির্বাচন শুরু হয়। প্রশাসন আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, ঘোষণার জন্য আছে নির্বাচন কমিশন। কোন অবস্থাতেই জনগণ সম্পৃক্ত নির্বাচন হয়নি।
সভায় জেলা বিএনপির বিভিন্ন স্থরের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।