এড. সুলতানা হত্যা: মৌলভীবাজারে আদালত বর্জন ও বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৭ মে, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক::
আইনজীবি আবিদা সুলতানা হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আদালত বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার দুপুরে আদালত প্রাঙ্গনে কোর্ট বর্জন, আদালত চত্বরে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সকল স্তরের আইনজীবিরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন- জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, সাধারন সম্পাদক মো: কামরেল আহমেদ চৌধুরী।
বক্তারা বলেন- অভিলম্বে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় অপরাধীর পক্ষে কোনও আইনজীবি আইনী লড়াই করবেন না বলেও ঘোষণা দেন।