১০ ভিক্ষুক পেল নতুন জীবণ

নিজস্ব প্রতিবেদক::
ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরাতে রাজনগর উপজেলার ৪টি ইউনিয়নের ৮ জন ও মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ২ জন ভিক্ষুকের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে চেক দিয়ে পূনর্বাসন করা হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় পূনবার্সন করছে বেসরকারী সংস্থা টিএমএসএস।
বুধবার (১৯ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে ভিক্ষুকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
টিএমএসএস- এর সমৃদ্ধি কর্মসূচীর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল মালেক আকন্দের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, ইউপি চেয়ারম্যান মিলন বখত, দেওয়ান খয়রুল মজিদ ছালেক, মো. টিপু খান, সালেক মিয়া, নকুল চন্দ্র দাশ, শাহ শাহিদুজ্জামান ছালিক, টিএমএসএস- এর সমৃদ্ধি কর্মসূচীর পরিচালক রেজাউল করিম প্রমূখ।