চা শিল্পের জন্য মন্ত্রনালয়ের দাবী

নিজস্ব প্রতিবেদক ::
চায়ের ন্যায্যমূল্য ও চা শিল্পে পৃথক মন্ত্রনালয় প্রতিষ্ঠা ও সিন্ডিকেটদারী টি টেস্টারদের বাদ দিয়ে ডিজিটাল পদ্ধতিতে চায়ের মান নির্ণয় এর ব্যবস্থা করার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন হামিদিয়া টি কোম্পানী লিমিটেড এর জিএম মোঃ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি কেজি চায়ের উৎপাদন খরচ ১৬০-১৭০ টাকা। চলতি বছরে সর্বশেষ নিলামে ১৪৩ টাকা থেকে ১৮০ টাকা দর মিলে। এতে চা শিল্পের মারাত্মক লোকসান হচ্ছে। তিনি চায়ের গুনগত মান বেদে ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা দাবী করেন।
এ অবস্থা থেকে উত্তরনের জন্য তিনি প্রধানমন্ত্রী দৃষ্টি আর্কশন করে বলেন, চা মন্ত্রনালয় স্থাপন করে এই সকল সিন্ডিকেটসহ সকল প্রতিবন্ধকতা দূর করতে পারলে বাংলাদেশর চা আবার রপ্তানী হবে। এ থেকে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। অনুকুল আবহাওয়া থাকলে এ বছরেও চায়ের উৎপাদন ১০০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।