মৌলভীবাজারে দুই দোকানে জরিমানা, খাদ্য পণ্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের সদর উপজেলার কলেজ পয়েন্ট, কোর্ট রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে কলেজ পয়েন্টে অবস্থিত মেসার্স আল শাওন ষ্টোরকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত তাসলিম ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
নিষিদ্ধ খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহারমূলক কার্যক্রম অনুসারে মেসার্স আল শাওন ষ্টোর ও তাসলিম ভেরাইটিজ ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।