রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

ডিএমবি ডেস্ক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোহিঙ্গা সন্দেহে এক রফিক নামে এক যুবকে আটক করা হয়েছে। ৩ জুলাই বুধবার বিকেল ৫টায় ভানুগাছ রোডস্থ নাসির টি হাউস থেকে সাহায্য নিতে আসলে ওই যুবককে সন্দেহজনকভাবে আটকে রেখে লোকজন শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে। তার নাম জিজ্ঞেস করলে বলে মোঃ রফিক।
নাসির টি হাউসের পরিচালক জাহিদ আহমেদ জানান, আমরা কয়েকজন দোকানে বসা ছিলাম হটাত করে যুবকটি সাহায্যের জন্য আসে। তখন তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সঠিকভাবে কথা বলতে পারেনি। তার কথা বার্তায় আমাদের মনে হয়েছে সে রোহিঙ্গা হতে পারে। তাকে রোহিঙ্গা সন্দেহ করে আমরা সাংবাদিক ও পুলিশকে খবর দেই।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা জানান, যুবককে ধরে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তার ভাষা আমরা কেউ বুঝি না, আমাদের ভাষাও সে বুঝতে পারেন না। এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করছি।