রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের কলার হেন্ডওভার অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক::
সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের কলার হেন্ডওভার অনুষ্ঠান – Elite-19 অদ্য ১২জুলাই রোজ শুক্রবার শহরের চৌমুহনাস্থ হাসান ম্যানশন কনসেপ্ট আই টি এডুকেশন এ অনুষ্ঠিত হয় প্রোগ্রামটি। রোটাবর্ষ ২০১৯-২০ ইং এর এই বছরের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পান রোটারেক্টর শিহাবুর রহমান, সেক্রেটারি হিসেবে রোটারেক্টর আল হাদী এবং বাকি সদস্যরা বিভিন্য দ্বায়িত্ব পান। সাবেক সভাপতি রোটারেক্টর ফুয়াদ আহমেদ এর পরিচালনায় উক্ত প্রোগ্রাম পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা রোটারেক্ট এর বিভিন্ন গুরুত্ব দিক আলোচনা করেন। তরুণদের রোটারেক্টিং এ আগ্রহী হতে,নিজে প্রতিষ্টিত হতে এবং সমাজসেবামুলক কাজ করতে উপদেশ দেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল এর আর সি সি রোটারিয়ান জুনেদ আহমদ খাঁন, আরো ছিলেন এক্স রোটারেক্টর জাহাঙ্গীর হোসেন, রোটারেক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর এডি আর আর রোটারেক্টর সৈয়দ ফারাবি আহমেদ, জোনাল রিপ্রেসেন্টেটিভ এবং ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর সোহানুর রহমান জয়,পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর দোলান হুসেন জুমান,পাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর ফুয়াদ আহমেদ,রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ এর সভাপতি রোটারেক্টর সুমন আহমেদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল এর সহ সভাপতি,সেক্রেটারি এবং রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের সকল সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।