ডিএমবি ডেস্ক::
মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহে পবিত্র ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
ঈদের নামাজের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ মিনিটে। ইমামতি করবেন জেলা জামে মসজিদের পেশ ইমাম ও হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম।
সাথে সানী ইমাম থাকবেন মৌলভীবাজার দরগাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফিজ মির্জা শামিম আহমদ।
২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৩০ মিনিটে। ইমামতি করবেন ধরকাপন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আসাদ আহমেদ চৌধুরী।
সাথে সানী ইমাম থাকবেন সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা জয়নুল হক।
৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে। ইমামতি করবেন দারুল উলুম টাইটেল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম।
সানী ইমাম হিসেবে সাথে থাকবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাম্মাদ বিল্লাহ।