সাইক্লিং ও দৌড়ে শ্রীমঙ্গলের মনসুরের অর্জন
ডিএমবি ডেস্ক::
হালকা ছিপছিপে গড়নের মনসুর বাংলাদেশের সাইক্লিং ও দৌড়ে একের পর এক নিয়ে আসছে কৃতিত্বপূর্ণ অর্জন।
সদ্য সমাপ্ত ডুয়াথলন শ্রীমঙ্গল চ্যালেঞ্জ নামের প্রতিযোগিতায় সারাদেশের ২০৫ জন প্রতিযোগির মাঝে ৫৩ মিনিট ১৫ সেকেন্ডে ৫.৪২ কিলোমিটার দৌড় ও ১৩.১০ কিলোমিটার সাইক্লিং করে ৩য় স্থান অর্জন করে মনসুর। এছাড়াও মনসুর গত এক বছরে সিলেটে অনুষ্ঠিত গ্রেটার সিলেট চ্যালেঞ্জে ২য় স্থান, নেত্রকোণায় অনুষ্ঠিত হাওর ডুয়াথলনে ৫ম স্থান ও চট্রগ্রামে অনুষ্ঠিত মিনি ম্যারাথনে ৩য় স্থান অর্জন করে।
মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের মিশন রোডের মোশাহিদ আহমেদ মসুদের সন্তান মনসুর শ্রীমঙ্গল সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
একান্ত আলাপকালে মনসুর জানায়, সব ধরনের সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে আরো বড় অর্জন বয়ে আনবে সাইক্লিং জেলা মৌলভীবাজারের জন্য। তাকে সবসময় অনুপ্রেরণা যোগানোর জন্য শ্রীমঙ্গলের সাইক্লিং সংগঠন সাইক্লিষ্ট অফ শ্রীমঙ্গল এর সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মনসুর।