ভারত পালানোর চেষ্টাকালে কাউন্সিলর মিজান শ্রীমঙ্গলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৪২৬ বার পঠিত
ডিএমবি ডেস্ক::
ভারতে পালানোর সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়েছে। কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে আজ ভোরে তাকে আটক করা হয়।
র্যাবের একটি সূত্র জানায়, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে যুক্ততার প্রমাণ রয়েছে।