মৌলভীবাজারে কবিতায় আবরার হত্যার প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৭ বার পঠিত
ডিএমবি ডেস্ক::
মৌলভীবাজারে আবরারসহ সকল হত্যাকাণ্ড ও অন্যায় অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ করল সাহিত্য আড্ডা, মৌলভীবাজার।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংগঠনের সমন্বয়ক স্বর্ণালী দাস টুম্পার সঞ্চালনায় প্রতিবাদী কবিতা পাঠ করেন বায়োজিদ হুসাইন, সজীবুল ইসলাম, অনুধারা রায় অর্পা, মমতাজ বেগম ও সহিদুর রহমান।
এতে সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভুঁইয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দি, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা শাখার সংগঠক রাজিব সূত্রধরসহ প্রমুখ।