শ্রীমঙ্গলে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর, ২০১৯ ১:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৪২১ বার পঠিত
স্পেশাল রিপোর্টার||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে মো. তানভীর মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়া (বালুচর) গ্রামে এ ঘটনা ঘটে। তানভীর একই গ্রামের সাজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে বাবা-মায়ের অজান্তে তানভীর ঘরের পেছনে পুকুর পড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আত্মীয়-স্বজন ১০টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিশিত কান্তি চক্রবর্তী বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
দৈনিক মৌলভীবাজার/কাফি