“আমরা ছাত্র”
“আমরা ছাত্র”
-শফিকুল আলী
আমরা এ দেশের
আমরা এ জাতির কর্ণদ্বার
এসো সবে ঐক্য গড়ি।
দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র
চল সবে রুখে দাড়াই
চল যুদ্ধ করি।
আমরা নই ভীতু
আমরা করিনা কারো তাবেদারি।
চল ঐক্য গড়ি
চল যুদ্ধ করি।।
বিশ্ব জানুক মোরা দেশকে ভালোবেসে
জীবন দিতে পারি।
যুগে যুগে আমরা ছাত্ররাই
রচনা করেছি স্বপ্নিল পৃথিবী।
মোরা অকুতোভয় সংগ্রামী
সাহসী আর মেধাবী।
আমরা করিনা কারো তাবেদারি।
চল ঐক্য গড়ি
চল যুদ্ধ করি।
বিশ্ব জানুক মোরা দেশকে ভালোবেসে
জীবন দিতে পারি।
মোরা মুক্তির অগ্রদূত
মোরা মুক্তপ্রাণ দৃষ্টির অধিকারী।
মোরা উদ্যমী মোরা উদ্যোগী
মোরা তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত দিশারী।।
আমরা করিনা কারো তাবেদারি।
চল ঐক্য গড়ি
চল যুদ্ধ করি।।
বিশ্ব জানুক মোরা দেশকে ভালোবেসে
জীবন দিতে পারি।
আমাদের শক্তি অপরিমেয়
আর উৎসাহ গুলো ক্লান্তহীন।
আমাদের গতিবেগ দুর্বার
আর সাধনা অটল বিরামহীন।।
আমরা করিনা কারো তাবেদারি।
চল ঐক্য গড়ি
চল যুদ্ধ করি।।
বিশ্ব জানুক মোরা দেশকে ভালোবেসে
জীবন দিতে পারি।
ভাষা আন্দোলন আমাদের
ছয় দফা, এগারো দফা তার প্রমান।
শিক্ষা আন্দোলন আর মুক্তিযুদ্ধসহ
সৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান।।
আমরা করিনা কারো তাবেদারি।
চল ঐক্য গড়ি
চল যুদ্ধ করি।।
বিশ্ব জানুক মোরা দেশকে ভালোবেসে
জীবন দিতে পারি।