মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
স্পেশাল রিপোর্টার::
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের ২০১৭-১৮ সেশনের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে ২২টি দেবদারু গাছ ও ক্রিস্টমাস ট্রি রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান, আর. এসি ডিপার্টমেন্টের চিপ ইন্সট্রাক্টর জহিরুল ইসলাম, ফুড ডিপার্টমেন্টের চিপ ইন্সট্রাক্টর এ কে এম খাদেমুল বাশারসহ কলেজের অন্যান্য শিক্ষকরা।
এছাড়াও ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের ৫ম পর্বের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক মৌলভীবাজার/কাফি