মৌলভীবাজার সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সরকারি কলেজে তিন দিনব্যাপি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর মাধ্যমে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সরকারি কলেজ অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের প্রধান নাজমীন ইসলাম চৌধুরির সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।
বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহমেদ, সম্পাদক শিক্ষক পরিষদ দেবাশিষ দেবনাথ, অর্থনীতি বিভাগের প্রধান শওকত আলম।
অনুষ্ঠানে সাধারণ ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখে কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্ষের ছাত্র জাকের আহমেদ অপু।
এসময় কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।