নবগঠিত কুলাউড়া আ.লীগের ভালবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৩৫ বার পঠিত

ডিএমবি ডেস্ক::
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি স্বাগত জানালো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুকে।
১৬ নভেম্বর শনিবার সড়ক পথে সরকারি সফরে তিনি কুলাউড়া আসলে স্থানীয় ডাকবাংলোয় তাকে নেতৃবৃন্দ স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সদস্য ও সাবেক এমপি আব্দুল মতিন, সিএম জয়নাল আবদীন, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তুতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজ খান, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।