ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা দিল মানবতার স্বপ্ন সংগঠন

ডিএমবি ডেস্ক::
মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর খোঁজার গাও গ্রামের ক্যান্সার রোগী শফিক মিয়াকে গত মঙ্গলবার ১ লক্ষ ৪৮ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা প্রধান করেছে মানবতার স্বপ্ন সংগঠন।
এতে মানবতার স্বপ্ন সংগঠন গ্রুপ এর এডমিন ও মানবাধিকার কর্মী নানু মিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও মানবাতার স্বপ্ন সংগঠন এর গ্রুপ এডমিন শামিম আহমদ, আব্দুল আলীম, সোয়েব আহমদ,রিমন আহমদ,করিম মিয়া,ছায়েদ আলী,লিটন মিয়া,টিটু মিয়া,জিলু মিয়া,কাজল আহমদ,তোফায়েল মেম্বার, প্রবীণ মুরব্বি আব্দুর রহমান,জগলুল আহমদ, বিশিষ্ট রাজনীতি বীদ সিতার আহমদ, রুবেল আহমদ, হুসাইন আহমদ,ইমন আহমদ,তারেক আহমদ, শাহরিয়া এবং অনেক মুরব্বিয়ান ও যুবসমাজ বৃন্দ।
উক্ত ক্যান্সার রোগী জনাব শফিক মিয়া কে যে সকল প্রবাসীরা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের নামঃ
মানবতার স্বপ্ন সংগঠন এর ক্রিয়েটর ও মানবতার স্বপ্ন সংগঠন এর গ্রুপ এডমিন মুহিদ মিয়া(যুক্তরাজ্য প্রবাসী), আব্দুল মালিক(গ্রুপ এডমিন),সাদিকুর রহমান(গ্রুপ এডমিন),রমজান আলী(গ্রুপ এডমিন),জুয়েল আহমদ(গ্রুপ এডমিন), হাসিদ আহমদ(গ্রুপ এডমিন),সৈয়দ জিলাদ,এমদাদ তরফদার, মসাহিদ আহমদ, সেফুল খান, হোসাইন আহমদ, জগলুল আহমদ,বকসী মামুন,মামুম আহমদ,শেখ সালামত,কামরুজ্জামান খান, লিটন চৌধুরী, শামীম চৌধুরী, আজাদ মিয়া,জাকারিয়া রহমান,ফয়সাল ইসলাম,আতাউর রহমান, নিজাম উদ্দিন, নুমান উদ্দিন,মুজিবুর রহমান, মোঃ চৌধুরী, সোহেল আহমদ, কামাল মিয়া,ফয়সাল মুরাদ,মোঃ ইউসুফ, ইকবাল আহমদ, কামাল আহমদ(সুইডেন প্রবাসী),খালেদ আহমদ(যুক্তরাজ্য প্রবাসী),আব্দুল মুকিদ,মুহাইবিন,সালেহ আহমদ,তারেক আহমদ(যুক্তরাজ্য প্রবাসী), মুহিব রহমান, আনসার মিয়া,আব্দুর রউফ,যুবসঙ্গঠক শামীম আহমদ,নানু মিয়া ও রাজন মিয়া। শেষে উক্ত অনুষ্ঠানের সবাই ক্যান্সার রোগীর আরোগ্য কামনা করে অনুষ্ঠানের সমাপনী করেন।