পলিটেকনিক ইনস্টিটিউটে আরএসি বিভাগের ৩য় ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

স্পেশাল রিপোর্টার::
নানা রঙে মাখামাখি ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট (এমপিআই) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং বিভাগের ৩য় ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর এ উপলক্ষে ইনস্টিটিউট অডিটোরিয়ামে আরএসি ৭ম পর্ব ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী অনুষ্ঠানে আরএসি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেদওয়ানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ফুড ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) এ কে এম খাদেমুল বাশার, আর.এ.সি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ আবু নাছের, আর.এ.সি ইন্সট্রাক্টর স্নেহময় বড়ুয়া, মাহফুজুর রহমান প্রমূখ।
এছাড়াও সকল ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
দৈনিক মৌলভীবাজার/কাফি