মৌলভীবাজারে রোকেয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর, ২০১৯ ৭:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক::
বেগম রোকেয়া দিবস উপলক্ষে মৌলভীবাজারে রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সোমবার এউপলক্ষ্যে জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে আলোচনা করেন- বাসদ জেলা শাখার সংগ্রামী সদস্য কমরেড বদরুল হোসেন, ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি বিশ্বজিত নন্দী, দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, ছাত্রফ্রন্ট শহর শাখার সভাপতি সজিবুল তুষার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন বেগম রোকেয়ার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে দেশে চলমান সব ধরনের নারী নির্যাতন রুখে দাড়াতে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসা এখন সময়ের দাবী।