মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির শত তম ফ্রাইডে রাইড উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর, ২০১৯ ৬:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৩৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক::
শত তম ফ্রাইডে রাইড উদযাপন করেছে মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি (এমসিএস)। শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে মৌলভীবাজার শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালি বের হয়। এতে এমসিএসের মডারেটর ও সদস্যরা অংশ নেন।
পরে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সৈয়ধ বয়তুল আলী, চ্যানেল আইয়ের জুলফিকার আলী ভুট্টু, প্রতিদিনের সংবাদের ওমর ফারুক নাঈম, এমসিএসের মডারেটর ফখরুল ইসলাম ও সাইদুর আহমেদ সজীব প্রমুখ।
কয়েক শত সাইক্লিষ্টদের নিয়ে মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি (এমসিএস) গঠিত। তরুণদের সাইক্লিং এ আগ্রহী করতে তারা করে যাচ্ছেন।