বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক::
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে ডিসি হলরুমে আলোচনা সভা করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক নাজিয়া শিরীনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা: শাহজাহান কবীর প্রমুখ।