দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ঊষার আলো’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৪৬৭ বার পঠিত
ডিএমবি ডেস্ক::
দেশব্যাপী চলমান ধর্ষণের বিরুদ্ধে সংসদে ধর্ষকের মৃত্যুদন্ড আইন পাশ ও দ্রুত বিচার আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে ঊষার আলো সমাজকল্যাণ সংগঠন মৌলভীবাজার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়নের পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা এম এম তানজিম জয়, মাহবুব ইজদানি ইমরান প্রমূখ।