লাখো ভক্তের চোখের জলে বিদায় নিলেন হবিগঞ্জের ‘সাদা মনের মানুষ’ খ্যাত সৈয়দ আহমদুল হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকেলে পইল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন জেলার গণ্যমান্য ব্যক্তিসহ লাখো মানুষ।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ৭৩ বছর বয়সে তার মৃত্যু হয়।
সৈয়দ আহমদুল হকের ছেলে সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, আমার বাবাকে সবাই ‘পইলের সাব’ ও ‘সাদা মনের মানুষ’ নামেই চিনতেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
সৈয়দ আহমদুল হক হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের সাহেব বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ জাহেদুল হক ছিলেন পইল ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান।