বাংলাদেশ সফর করায় দেশে ফিরতে নিষেধাজ্ঞা

বাংলাদেশে এএফসি কাপের ম্যাচ খেলে যাওয়া মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব পড়ছে বেকায়দায়। বুধবার বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় তারা। পরদিন ঢাকা ছাড়লেও দেশে ঢুকতে পারেনি ক্লাবটির খেলোয়াড়রা। বাংলাদেশ সফর করায় করোনা ভাইরাস আতঙ্কে সতর্কতা হিসেবে মালদ্বীপ সরকার তাদের দেশে ফিরতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশ সফর শেষে টিসি স্পোর্টস ক্লাবের দেশে ফেরার কথা ছিল কলম্বো হয়ে। এখনো কলম্বোতেই অবস্থান করছে দলটি। বাংলাদেশ সফরের কারণে এখন সেখানে দুই সপ্তাহ থেকে মালদ্বীপে ফিরতে হবে। তবে কলম্বোতে দুই সপ্তাহ অবস্থানকালীন খরচ বহন করবে সরকার।
দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে বিষয়টি। টিসি দলীয় সূত্রমতে, মালদ্বীপ সরকার চারটি দেশ ভ্রমণের ওপর বিধি-নিষেধ জারি করেছে। চীন, দক্ষিণ কোরিয়া, ইতালির সঙ্গে আছে বাংলাদেশের নামও। দলের সঙ্গে থাকা এক খেলোয়াড় সংবাদমাধ্যমকে বলেন, ‘১৪ দিন কলম্বো থেকে আমাদের দেশে প্রবেশ করতে হবে। বাংলাদেশ সফর করায় আমাদের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ঢাকা আসার আগে আমাদের বিষয়টি জানা ছিল না। আমরা জানতে পারি ম্যাচের দিন ( বুধবার)।’ তবে কলম্বোতে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না টিসি স্পোর্টসের ফুটবলারদের। দলের কারোর স্বাস্থ্য ঝুঁকিও নেই। গত বৃহস্পতিবার টিসি স্পোর্টস ঢাকা ছাড়লেও দলের সঙ্গে যেতে পারেননি তাদের তিন বিদেশি ফুটবলার। তারা পাকিস্তান, মিসর ও ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টের নাগরিক। গতকাল কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওই তিনজন।