সানফ্লাওয়ার ক্লাব রায়শ্রী, সামাজিক সংগঠন, মৌলভীবাজার এর নতুন কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন।

ফয়ছল মনসুর ; অদ্য ২০ জুন ২০২০ রোজ শনিবার দুই (০২) বৎসর (জুলাই ২০২০ইং – জুলাই ২০২২ইং) এর জন্য সানফ্লাওয়ার ক্লাব রায়শ্রী, সামাজিক সংগঠন, মৌলভীবাজার এর ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
এতে সভাপতিঃ- আব্দুল্লাহ আল মামুন। সিনিয়র সহ-সভাপতিঃ- আবুল কালাম। (সাবেক মেম্বার)।
সহ-সভাপতিঃ- হোসেন আহমেদ। সহ-সভাপতিঃ- আবু বক্কর।
সহ-সভাপতিঃ- আব্দুস শহীদ।
সাধারণ-সম্পাদকঃ- ইমন হোসেন। সহ-সাধারন সম্পাদকঃ- ইয়ামিন শাহান। সহ-সাধারন সম্পাদকঃ- ইমন আহমেদ। সাংগঠনিক সম্পাদকঃ- ইকবাল হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদকঃ- খোকন আহমেদ।
অর্থ সম্পাদকঃ- জয় দেব।
সহ-অর্থ সম্পাদকঃ- রুপক পাল।
প্রচার সম্পাদকঃ- রিমন আলী।
সহ-প্রচার সম্পাদকঃ- মিঠুন দেব।
দপ্তর সম্পাদক – কল্যান দেব।
সহ-দপ্তর সম্পাদক – শেখ সালাউদ্দীন।
ক্রিড়া সম্পাদক – জামাল আহমেদ। (মল্লিকসরাই)।
সহ-ক্রিড়া সম্পাদক – সৈয়দ রিমন আলী। ধর্ম বিষয়ক সম্পাদকঃ- লুৎফুর রহমান। সহ-ধর্ম বিষয়ক সম্পাদকঃ- প্রশান্ত দেব। শিক্ষা সম্পাদকঃ- আকরাম হোসেন জনি। সহ-শিক্ষা সম্পাদকঃ- শুভ দেব। সমাজকল্যান সম্পাদকঃ- শিপন রহমান।সহ-সমাজকল্যান সম্পাদকঃ- আবুল কালাম।
দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদকঃ- মামুন আহমেদ।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ- ফাহিম রশিদ।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ- তুষার নিলয়। মহিলা বিষয়ক সম্পাদকঃ- হাসনা বেগম।(শিক্ষিকা)।
নির্বাহী সদস্যঃ- আহাদ আহমেদ,ওয়াকিছ আহমেদ,শাহাবুদ্দীন মিয়া,রুসন মিয়া, আব্দুল আলী,ডালিম আহমেদ,রাজু আহমেদ,সৈয়দ জাবির আলী, শিপন আহমেদ,হেলাল আহমেদ, জয়নাল মিয়া, রাসেল আহমেদ (তিলকর),পুষ্প দেব, পারভেজ আহমেদ,বিভাস দেব, মহসিন আহমেদ,সুবেল মিয়া,বাবুল আহমেদ। শ্রীবাস দেব,বিল্লু দেব,শাওন আহমেদ, সুমন দেব (JR), মুজিব আহমেদ।
এছাড়াও মোঃ শাহিন উদ্দিন (UK) ও মোঃ আনোয়ার মিয়া (UK) – কে প্রধান উপদেষ্টা করে ৬১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সানফ্লাওয়ার ক্লাব রায়শ্রী, সামাজিক সংগঠন, মৌলভীবাজার এর নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দেশ/বিদেশের সকলের কাছে, উপদেষ্টা-বৃন্দ এবং সদস্য-বৃন্দের নিকট সহযোগিতা, দোয়া, ভালবাসা, পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
নব গঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সকল সদস্য-বৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।