মৌলভীবাজার যুবদল নেতা সন্ত্রাসী হামলায় নিহত,পুলিশের অভিযান অব্যাহত।

জেসমিন মনসুর ; মৌলভীবাজার জেলা ছাত্রদলের এক সময়ের তূখোর ছাত্রনেতা, মৌলভীবাজার সদর থানা যুবদলের অন্যতম যুবনেতা জগলুল হক মতিন সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুলাই বুধবার দিবাগত রাত ২টার সময় সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।জগলুল হক মতিন মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুরা এলাকার আরিফুল হকের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর. মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়েছে বলে উল্লেখ করে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে দৈনিক মৌলভীবাজার ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ২২শে জুন সোমবার জগলুল হক মতিন বাড়ি যাওয়ার পথে রাতের আঁধারে ১০/১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ,কর্তব্যরত চিকিৎসক তাহাকে সিলেট নিয়ে যাওয়ার জন্য বলেন,সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে গত ১ জুলাই বুধবার দিবাগত রাত ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।