যুবনেতা আব্দুল আহাদ বাক্কু্ এর মৃত্যুতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক প্রকাশ।
প্রকাশিত হয়েছে : ৫ আগস্ট, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ২১১ বার পঠিত

জুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের উপ প্রচার সম্পাদক আব্দুল আহাদ বাক্কু্ এর মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুম আব্দুল আহাদ বাক্কু্ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে একনিষ্ঠ কর্মী হিসেবে তার অবদান আওয়ামী পরিবার আজীবন স্মরণ রাখবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।